চলতি বিশ্বকাপ সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে একটি অপৃতিকর ঘটনার জন্য শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার লাহিরু কুমারা ও বাংলাদেশের লিটন দাস।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই শাস্তির কথা বলে।


রবিবার (২৪ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। খেলার ৬ ওভারের মাথায় লাহিরু কুমারার বলে ক্যাচ আউট হন লিটন। আউট হয়ে যখন মাঠ ছাড়ছিলেন লিটন শ্রীলঙ্কার বোলার লাহিরু কুমারার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। এরপর কিছু সময় দুজনের মধ্যে তর্কাতর্কি চলে। মাঠের মধ্যে তাদের এমন আচরণ মোটেও পছন্দ হয়নি আইসিসির।

তাই লিটন দাস কন্ডাক্ট অনুচ্ছেদ নম্বর ২.২০ ভঙ্গ করায় একটু কমেই পার পেয়েছেন। ক্রিকেটের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক আচরণ করা লিটনকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে, সাথে আছে ১ ডিমেরিট পয়েন্ট।

অন্যদিকে লাহিরুকে কোড অব কন্ডাক্ট অনুচ্ছেদ নম্বর ২.৫ ভঙ্গ করার কারণে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে কুমারা পেয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট ।

 

সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-১৮