শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘জিডিএন-সাস্ট' এর ৭ম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে পুর ও পরিবেশ কৌশল বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী সাইফুর রহমান সচিব ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম বিন নূর মনোনীত হয়েছেন।


সোমবার (২৫ অক্টোবর) সকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অনুসারে, রবিবার ( দিবাগত রাতে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি জুবায়ের খানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমতিয়াজ আহমেদ ইমনের সঞ্চালনায় আয়োজিত এক ভার্চুয়াল সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুল হাসান সজীব, সহ-সভাপতি (প্রোগ্রাম) হিমেল কিশোর বড়ুয়া, সহ-সভাপতি (দক্ষতা উন্নয়ন) বনানী হোর বন্নী, সহ-সভাপতি (যোগাযোগ) মাসুম চৌধুরী, যুগ্ম-সম্পাদক প্রান্ত দাস এবং ওয়াজেফ মাহমুদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক লিমন চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ জাকির হোসেন ও সহকারী কোষাধ্যক্ষ আবির মাহমুদ।

এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাকিব মুবাল্লিগ, সহকারী সাংগঠনিক সম্পাদক পদে রাশিক ওয়াসিক এবং নুজহাত সুরাইয়া সাবা, গণমাধ্যম ও প্রচার সম্পাদক পদে মোঃ হাবিবুল মুরসালিন চৌধুরী, সহকারী গণমাধ্যম ও প্রচার সম্পাদক পদে সাদিকা ফেরদৌসী চিশতি এবং আরমান রশিদ, দপ্তর সম্পাদক পদে মোঃ মুনীর উদ্দিন চৌধুরী, সহকারী দপ্তর সম্পাদক পদে মোঃ শাহরিয়ার কবির, দক্ষতা উন্নয়ন সম্পাদক পদে মোঃ ফাহিম উদ্দিন ইমাদ, সহকারী দক্ষতা উন্নয়ন সম্পাদক পদে আজমাইন তৌসিক ওয়াসী এবং মিসকাত আহম্মেদ নাওসাদ, যোগাযোগ সম্পাদক পদে মেজবাহ উদ্দিন, সহকারী যোগাযোগ সম্পাদক পদে নুঝহাত জুলফা, আইটি সম্পাদক পদে আরিয়ান বিন জহুর, সহকারী আইটি সম্পাদক পদে কুমার বর্ষ প্রিয় এবং সায়মা আক্তার, শিক্ষা সম্পাদক পদে হাসান হাবিব এশা, সহকারী শিক্ষা সম্পাদক পদে মোছাঃ পান্না খান, লজিস্টিক ম্যানেজমেন্টের সম্পাদক পদে সুমন ইসলাম, সহকারী লজিস্টিক ম্যানেজমেন্টের সম্পাদক পদে মোঃ আদনান হোসেন মনোনীত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে মাহির আবসার খান এবং আব্দুর রহমান আকিব মনোনীত হয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-২১