সিলেটে অপরাজিতার বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সিলেট সদর উপজেলার হলরুমে ‘অপরাজিতা নারী ক্ষমতায়ন প্রকল্পের’ এর বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে অপারজিতা প্রকল্পের জেলা প্রেগ্রোম সমন্বয়কারি ইখতেহার হোসেন মৃধা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম, আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারি শিপা বেগম, খাদিমপাড়া ইউনিয়নের এসিস্ট্যান্টে হেলথ্ ইন্সপেক্টর পঙ্কজ কুমার বৈদ্য, এডভোকেট রাজিব মিত্র, সংস্কৃতিকর্মী ও সংগঠক ধ্রুবজ্যোতি দে, নাট্যকর্মী তন্ময় নাথ তনু, চিত্রশিল্পী দীপ দাশ, এফআইভিডিবি এর প্রজেক্ট এসোসিয়েট সাবিকুন নাহার ও অপরাজিতা প্রকল্প সমন্বয়কারী শামীমা আক্তার এবং প্রকল্পের সদস্যগণ।

উক্ত সভায় নারী ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরনের বক্তারা।

চিত্রশিল্পী দীপ দাশ বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতানের ক্ষেত্রে বিরাট ভুমিকা রাখে শিল্প-সংস্কৃতি। শিল্প সংস্কৃতির মাধ্যমে একজন নারী নিজেকে গড়ে তুলতে পারে তার লক্ষে পৌছানোর উদ্দেশ্যে। ছোট ছোট পরিসরে শিল্প-সংস্কৃতির বিকাশ ঘটাতে পারলে তৈরি হবে নারীদের মনোবল।

অন্যদিকে সংস্কৃতিকর্মী ও সংগঠক ধ্রুবজ্যোতি দে ধ্রুব বলেন,নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করতে হলে নারীদের শিক্ষার দিকে গুরুত্ব দিতে হবে।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪