সম্প্রীতির মিছিল ও সমাবেশে যাওয়ার কারণে ছাত্রদল নেতাদের হামলায় আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন সিলেট মহানগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ। 

 


সোমবার তিনি নিজে বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় এ মামলা দায়ের করেন। এতে প্রধান আসামী করা হয়েছে মহানগর ছাত্রদল নেতা ও ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মেহেদী হাসান সাজাইকে। 

 

এছাড়াও মামলায় আসামী করা হয়েছে ছাত্রদল নেতা সামাদ, তপু আহমদ, পাপ্পু আহমদ, ইলিয়াস মিয়া, সোহেলসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে। 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রীতির মিছিল ও সমাবেশে যাওয়ার কারণে গত ১৯ অক্টোবর রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলী আজাদ শপিং কমপ্লেক্সের সামনে ছাত্রদল নেতা মেহেদী হাসান সাজাইর নেতৃত্বে কয়েকজন যুবক আব্দুল আহাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আব্দুল আহাদ। এ ঘটনার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে কিছুটা সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করেছেন তিনি। 

 

সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস-১