সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৭৭৩ নমুনা পরীক্ষা করে নতুন ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৩৯ শতাংশ। এই সময় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, সিলেটে ১ ও মৌলভীবাজারে ২ জনেরর শনাক্ত হন।


সুনামগঞ্জ ও হবিগঞ্জে ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮২৬ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৯৩৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১৫৮ জন রয়েছেন।

এদিকে বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৭৪ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৬৩ জন, সুনামগঞ্জের ৭৩, হবিগঞ্জের ৪৮ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ-০৮