সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডারঘাট বিজিবি।

আটককৃত যুবক উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় গ্রামের রেফাত আলীর ছেলে আলী রাজ (২০)।


বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে লাউড়েরগড় বিওপির হাবিলদার রামেন্দ্র কুমার রায়ের নেতৃত্বে নিয়মিত একটি টহল দল সীমান্তবর্তী সায়েদাবাদ নামক স্থানে আলী রাজের চলাফেরা সন্দেহ হলে বিজিবি প্রথমে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে বিশেষ স্থানে রাখা ১২ বোতল ভারতীয় মদ ও এক বোতল বিয়ার আটক করে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তসলিম এহসান পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে জিঙ্গাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়তন্ত্রণ দমন আইনে তাহিরপুর থানায় বিজিবির পক্ষ্য থেকে মামলা দায়ের করা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-০৯