আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে শান্তিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের ইউপি নির্বাচন।

নির্বাচনে তারিখ ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় প্রতীক নৌকা পেতে শুরু হয় জোর লবিং।


অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

উপজেলার আট ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন- জয়কলস ইউনিয়নে মাসুদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নে রাসিকুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়নে জগলুল হায়দার, পূর্ব বীরগাঁও ইউনিয়নে রিয়াজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে দেবাংশু শেখর দাস , দরগাপাশা ইউনিয়নে মনির উদ্দিন, পাথারিয়া ইউনিয়নে সামছুল ইসলাম রাজা ও শিমুলবাঁক ইউনিয়নে মিজানুর রহমান জিতু।

শান্তিগঞ্জের এসব ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম নেয়ার পর জেলা কমিটি তাদের তালিকা দলের উচ্চপর্যায়ে পাঠায়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই মঙ্গলবার ওই ৮ প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত করে।

তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনে ইউপি নির্বাচনে লমনোনয়ন জমাদানের শেষ তারিখ ২ নভেম্বর, বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এবং ভোট গ্রহণ ২৮ নভেম্বর।

 

সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-১৩