সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের সামনে আরিফুল ইসলাম রাহাত (১৮) নামের এক শিক্ষার্থী ছুরিকাঘাতে খুন হওয়ার ঘটনায় দক্ষিন সুরমা কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, পাইলট স্কুল এন্ড কলেজ মানববন্ধন কর্মসুচী পালন করেছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দক্ষিন সুরমা সাধারণ জনগন ও ছাত্র আবু হোসেন।


মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় দক্ষিন সুরমা কলেজের সন্মুখে এই মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

মানববন্ধন থেকে রাহাতের হত্যাকারীকে দ্রুত হত্যাকারী গ্রেপ্তারের দাবি জানানো হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফটকের অদূরে রাস্তায় রাহাতকে ছুরিকাঘাত করে সাদী নামের এক ব্যক্তি। এ সময় তার সঙ্গে আরো কয়েকজন সহযোগী ছিল। গুরুতর আহত অবস্থায় রাহাতকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাহাত দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার ধরাধরপুর গ্রামের সুলেমান আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭