সিলেট মেট্রোপলিটন পুলিশের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) সদর দফতরের কনফারেন্স রুমে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি'র কমিশনার মো. নিশারুল আরিফ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার(সদর) মো. কামরুল আমিন, উপ-পুলিশ (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা, উপ-পুলিশ কমিশনার (পিওম) মো. জাবেদুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, এসএমপির সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।

এ সময় পুলিশ কমিশনার উপস্থিত অফিসারদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও আইনানুগ মানবিক পুলিশিং এর মাধ্যমে এসএমপি'র তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রেখে জনগণকে সেবা প্রদানের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/ কেআরএস