সুনামগঞ্জের তাহিরপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করে তারা। অপরদিকে ক্ষোভ প্রকাশ করে স্বেচ্ছায় সদ্য গঠিত কমিটির তিন ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন।


তারা হলেন- সিনিয়র সহ সভাপতি আশরাফুল ইসলাম রাহাত, সহ সভাপতি ইয়াসির আরাফাত অপু, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

বুধবার বিকেলে তাহিরপুর সদর বাজারে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন ছাত্রলীগের একাংশরা। তাহিরপুর উপজেলা ছাত্রলীগের একাংশের সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, ছাত্রলীগ নেতা রাজন চন্দ, রাহাত হায়দার, ধীমান চন্দ, অপু মুখার্জির নেতৃত্বে ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয় ।

মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। এ কমিটিতে আশ্রাউল জামান ইমনকে সভাপতি ও সাঈদুর রহমানকে সাধারণ সম্পাদক করে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

সদ্য কমিটি ঘোষণার পর বিক্ষোভ জানিয়ে উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা দাবি করেন, সম্মেলন এবং কোন ধরনের ঘোষণা ছাড়াই রাজধানী ঢাকায় বসে রাতের আধারে মোটা অংকের টাকার বিনিময়ে অছাত্র এবং সদ্য বিবাহিত দুই জনকে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

উক্ত কমিটিকে অবৈধ ও টাকার কমিটি দাবি করে তৃনমুল নেতাকর্মীদের নিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করার দাবি জানান তারা।

তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র ফয়সাল আহমেদ জানান, নবগঠিত কমিটির সভাপতি অছাত্র এবং ৩২ বছর বয়সী সাধারণ সম্পাদক সদ্য বিবাহিত। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান পার্শ্ববর্তী বাদাঘাট গ্রামে বিয়ে করেছেন তা এলাকাবাসী সবাই অবগত।

তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হায়দার জানান, কোনো ধরনের সম্মেলন বা ঘোষণা ছাড়াই ঢাকায় বসে রাতের আধারে টাকার বিনিময়ে কমিটি ঘোষণা করা হয়েছে।

নব গঠিত কমিটিকে অবৈধ কমিটি উল্লেখ করে সম্মেলনের মাধ্যমে তৃনমুল ও নিবেদিত ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ কমিটি গঠনের দাবি জানান তিনি।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোনো ধরনের ঘোষণা বা সম্মেলন ছাড়াই সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের পদধারী অন্য নেতাদের পাশ কাটিয়ে ঢাকায় বসে রাতের আধারে কমিটি ঘোষণা করেছেন। এতে তৃনমুল নেতাকর্মীরা ঘোষিত কমিটিকে অবৈধ ও টাকার কমিটি দাবি করে বিক্ষোভ করেছেন। আমরা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দকে অবগত করেছি।

সদ্য পদত্যাগ করা ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ জানান, টাকার বিনিময়ে রাতের আধারে বিবাহিত ও অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তৃনমুলের যোগ্য নেতাদের স্থান না দেয়ায় পদত্যাগ করেছি।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মেনে ঢাকায় বসে সকলের মতামতের ভিত্তিতে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-৩৬