মৌলভীবাজারের কমলগঞ্জে গলাকাটা এরশাদ আলী (৫৫) নামে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার উজিরপুরের এক বসত ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহতের দুই ময়ে ও এক ছেলে রয়েছে।


নিহতের স্ত্রী হাসিনা বেগম জানান, তার স্বামীকে এরশাদ আলী (৫৫) ঘরে রেখে বাড়ির পাশে ধলাই নদীতে গোছল যান তিনি। ফিরে দেখেন টিন সেটের ঘরের স্ট্রীলের দুটি দরজা বন্ধ। টিনের ফাক দিয়ে স্বামীকে রক্তাত্ব অবস্থায় পরে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে স্থানীয় পৌর কাউন্সিলর ঘটনস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এরশাদ প্রতিবন্ধী হলেও তার কাজে সংসার চলছে। সে দ্বিতীয় বিবাহ করছে। এ তার স্ত্রী হাসিনার সাথে বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহর চলছিল। গলাকাটার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। নিহতের বাড়ি সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে হলেও বিয়ের পর থেকে স্ত্রীর সাথে উজিরপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।

ওসি তদন্ত সোহেল রানা বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনাটি তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩৯