বিজেপিকে হারাতে ভোট ভাগাভাগি নয়। গোয়ায় বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিন দিনের সফর শেষে পানাজিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী বললেন, ‘এখানে আঞ্চলিক দলগুলো যথেষ্ট শক্তিশালী। এদের সঙ্গে জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। ভোট ভাগাভাগি হতে দেওয়া যাবে না।’


কংগ্রেস ও বিজেপির উদ্দেশে মমতা বলেন, ‘বিজেপি-কংগ্রেস আপোস করে । বিজেপি-কংগ্রেস সমঝোতা করে। তবে আমরা চাই না, ভোট ভাগাভাগি হোক। আমরা গোয়ার মানুষের জন্য কাজ করতে চাই।’

আগামী বছরের শুরুতে ভারতের দ্বীপরাজ্য গোয়ায় বিধানসভা নির্বাচন। ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে রাজ্যে রাজ্যে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস।

বিজেপিবিরোধী রাজনৈতিক লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে দলটি। গোয়ার বিধানসভা নির্বাচনে অংশ নিতে সেখানেও বাড়াচ্ছে তৃণমূল।

মমতার গোয়া সফরের মধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলীর মতো বিশিষ্ট ব্যক্তিত্ব।

তিন দিনের সফরে তৃণমূলনেত্রী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি স্থানীয় মানুষ ও মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেছেন। ঘুরে দেখেছেন, গোয়ার ঐতিহ্যবাহী গির্জা ও মন্দিরগুলো।

তৃণমূল নেত্রী মমতা সাংবাদিকদের বলেন, ‘গোয়ার মানুষ ফুটবল ভালোবাসে। আমরাও ফুটবল ভালোবাসি। আপনারা মাছ পছন্দ করেন, আমরাও মাছ পছন্দ করি। আপনারা লোকসংগীত পছন্দ করেন, আমরাও লোকসংগীত পছন্দ করি। আলাদা কোথায়? একমাত্র আলাদা হলো বিজেপি। এখানে মানুষের মন বিষিয়ে দিয়েছে। বিষাক্ত বায়ু সকলের মনে মিশিয়ে দিচ্ছে। শান্তি পুরস্কারের জন্য আমাকে বিদেশ থেকে ডাকা হলেও কেন্দ্র সরকার যেতে দেয়নি।’

তিনি বলেন, ‘গোয়ায় সব কিছু রয়েছে। গোয়ার পর্যটন শিল্প এক নম্বর। তাহলে গোয়ার বেকারত্ব থাকবে কেন?’

বিজেপিবিরোধী জোটের মুখ্যমন্ত্রী কে হবেন, এ প্রশ্নের উত্তরে তৃণমূল নেত্রী বলেন, ‘গোয়ার কোনো ভূমিপুত্র হবেন মুখ্যমন্ত্রী।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে