করোনাভাইরাস টিকার দুই ডোজ নেওয়ার প্রমাণপত্র দেখালেই মদ কেনায় ১০% ছাড় দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশের তিনটি মদের দোকান। এ নিয়ম আজ বুধবার থেকেই কার্যকর হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, বুধবার থেকে করোনাভাইরাস টিকার সবকটি ডোজ নেওয়ার প্রশংসাপত্র দেখালে মান্দসৌর শহরের তিনটি দোকান ১০ শতাংশ ছাড় দেবে। জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগের ফলে মদ্যপানকারীদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বাড়বে।


উল্লেখ্য, সম্প্রতি ভারতের একাধিক রাজ্যে মদের দাম কমানো হয়েছে। পশ্চিমবঙ্গে মদের নতুন দাম কার্যকর হওয়ার কেটে গেছে এক সপ্তাহ। তা নিয়ে রাজনৈতিক মহলে চলে নানা আলোচনা। যদিও এ সিদ্ধান্তে মহা-খুশি সুরাপ্রেমীরা।

রাজ্য সরকারের কর্মকর্তারা বলছেন, এতদিন বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলোতে দাম কম হওয়ায় সেখানে থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মদ আনা হতো। এবার মদের দাম কমে যাওয়ায় সেই পাচার বন্ধ হবে। তাতে লাভ হবে রাজ্যের। সঙ্গে সুরক্ষিত হবে জনস্বার্থের বিষয়টিও। যদিও দাম কমলে রাজ্যের কোষাগারে প্রভাব পড়বে না।

প্রশাসনিক মহলের দাবি, গুণগতভাবে ভালো মদের দাম কমে যাওয়ার ফলে সুরাপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়বে। ফলে বাড়তি মদ বিক্রি হবে। বিভিন্ন ধরনের মদের ক্ষেত্রে যে পরিমাণ দাম কমানো হয়েছে, তা পুষিয়ে যাবে। পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে বেআইনিভাবে মদ নিয়ে আনার প্রবণতায় লাগাম পড়লেই রাজ্যে বিদেশি মদের বিক্রি বৃদ্ধি পাবে। যা রাজ্যের কোষাগারের পক্ষে ভালো। একই কারণ দেখিয়ে আমদানিকৃত বিদেশি মদের উৎপাদন শুল্ক ১৫০ শতাংশ কমিয়েছে মহারাষ্ট্র সরকার।


সিলেটভিউ২৪ডটকম/জিএসি-১৭


সূত্র : হিন্দুস্তান টাইমস