২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার ফিফা আরব কাপ ২০২১ এর উদ্বোধনী ম্যাচে বাহরাইনকে ১-০ গোলে হারিয়ে বিজয়ের মাধ্যমে তাদের অভিযান শুরু করেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাতারের আলখোর শহরে অবস্থিত ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন আল বায়েত স্টেডিয়ামে কাতার ও বাহরাইন এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে স্ট্রাইকার আকরাম আফিফের সহযোগিতায় হেড থেকে গোলের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যান ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল আজিজ হাতেম।


জমজমাট এই ম্যাচে স্বাগতিক দেশ কাতার আধিপত্য ধরে রাখলেও শেষের দিকে বাহরাইন তাদের সর্বশক্তি প্রয়োগ করেও খেলায় সমতা ফিরাইতে ব্যর্থ হয়। কাতারি ফুটবল প্রেমীদের পাশাপাশি দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতিতে স্টেডিয়াম ছিলো পরিপূর্ণ।

সিলেটভিউ২৪ডটকম/পিটি-১৬