স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৭১৯ জন পরীক্ষার্থী। আগামীকাল ২ ডিসেম্বর থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ৬ টি কলেজ থেকে এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৭১৯ জন পরীক্ষার্থী। এদিকে মাদ্রসা শিক্ষাবোর্ডের অধীনে বানিয়াচংয়ের দু'টি মাদ্রাসা থেকে এবার ৬০ জন পরীক্ষার্থী আলীম পরীক্ষায় অংশ নিচ্ছেন। এইচএসসি'র দু'টি কেন্দ্র ও একটি ভেন্যু এবং মাদ্রাসার একটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্টিত হবে।


উল্লেখ্য, এবার করোনা পরিস্থিতির কারনে আবশ্যিক বিষয়সমূহ বাদ দিয়ে শুধুমাত্র তত্ত্বীয় বিষয়সমূহের পরীক্ষা নেয়া হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/পিটি-৯