মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রতিদিন বিভিন্ন অপরাধ প্রবনতার সাথে জড়িত দের গ্রেফতারের জন্য কুয়েত গোয়েন্দা সংস্থা বিশেষ অভিযান চালু শুরু করেছে। শনিবার (৪ ডিসেম্বর) কুয়েতে ডিগ্রী ছাড়াই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে ডাক্তার সেজে এক বাংলাদেশী নাগরিক ও নার্স ধরা পড়েছেন প্রশাসনের কাছে। তাদেরকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরবী দৈনিক আল কাবাস জানিয়েছে, কুয়েতের জিলিব আল সুয়েক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

বাংলাদেশি চিকিৎসক এবং নার্স কুয়েতে অবস্থানরত অবৈধ অধিবাসীদের বিভিন্ন চিকিৎসা দিয়ে আসছিলেন। কুয়েতের জিলিব আল সুয়েক এলাকায় তাদের একটি বহুতল ভবনের ভিতরে বাসা ভাড়া নিয়ে তারা কার্যক্রম চালিয়ে আসছিলেন। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। কুয়েত সরকারের আইন অনুযায়ী রেজিস্ট্রার ছাড়া কোন ডাক্তার চিকিৎসা বা ঔষুধ বিক্রি করতে পারবেন না তাই তাদের বিরুদ্ধে প্রতারণা ও ড্রাগ আইনে মামলা দায়ের করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/পিটি-৩