‘‘নিঃসস্ক চিত্তে আয় করি শপথ, রক্তদানে খুঁজবো মোরা জীবনের পথ’’ এই শ্লোগানকে সামনে রেখে গহরপুর ব্লাড ফাইর্টাস কার্যকরি কমিটির উদ্যোগে গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসুচি পালন করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের স্থানীয় জনকল্যান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন ও যুক্তরাষ্ট্র প্রবাসী ফুহাদ রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


রক্তদান সংগঠন গহরপুর ব্লাড ফাইর্টাসের সভাপতি আমিনুর রহমান তুহেলের সভাপতিত্বে ও নাবিল হায়দার চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন- নলজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির গভর্ণিংবডির সভাপতি গোলাম মোস্তফা, সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি ছালিকুর রহমান।

সার্বিকভাবে সহযোগিতা করেন এবং আয়োজিত কর্মসুচীতে রক্তের গ্রুপ নির্ণয় করেন, মেডিসিন ক্লাবের সদস্য জাহেদুল ইসলাম, গোবিন্দ রায়, শাহরিয়ার আহমেদ নাহিদ, আশরাফুল আসিফ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, শহিদ রহমান, জুবের আহমদ, জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কামরান, সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমদ রাহী, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য জহিরুল ইসলাম মাহি, জুবেল আহমদ, মাসুম আহমদ লস্কর, শামিম আহমদ, আব্দুল্লাহ সামছি রাহিম, মাহবুব আলম সোহাগ, সাইফুল ইসলাম, মোহাম্মদ মাহিন, তাজওয়ার আহমদ তানিম, এমদাদুল হক, ফায়েল আহমদ, মাসুদুর রহমান, আবুল হাসান, মিনহাজ আহমদ, মওদুদ আহমদ, মামুন হোসেন, তোফায়েল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, দুপুর ২টা হতে বিকেল ৪টা পর্যন্ত শুরু হওয়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে নারী পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭