পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৫ টি ইউপিতে নতুন মুখ এসেছে। বাকি ৪টিতে বর্তমান চেয়ারম্যানরাই পুনরায় দলের মনোনয়ন পেয়েছেন। রবিবার (৫ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দলের প্রার্থীদের নাম ঘোষণা করে।

পঞ্চম ধাপে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় প্রতীক নৌকা পেতে শুরু হয় তৃণমূল পর্যায়ে থেকে জোর লবিং। শেষমেশ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উপজেলার ৯ টি ইউনিয়নে আওয়ামী লীগের চুড়ান্ত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।


উপজেলার ৯ টি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে তমিজ উদ্দিন মেম্বার, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা,৩নং দিঘীরপার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলী হোসেন কাজল, ৪নং সাতবাঁক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান, ৫নং বড়চতুল ইউনিয়নে মুবশ্বির আলী চাচাই, ৬নং সদর ইউনিয়নে প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাসুদ আহমদ, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নে সায়েম আহমদ, ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে বিলাল আহমদ মনোনয়ন পেয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম/পিটি-৩