হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২১টি ইউনিয়নে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।  ৫ম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তির সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহন ৫ জানুযারী। এ ধাপের নির্বাচনে শুধু মাধবপুরের আন্দিউড়া ইউপিতে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

জানা যায়, চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে মোঃ হুমায়ুন কবির খান, আহম্মদাবাদ ইউনিয়নে আবেদ হাসনাত চৌধুরী সনজু, দেওরগাছ ইউনিয়নে সামছুন্নাহার, পাইকপাড়া ইউনিয়নে মোঃ ওয়াহেদ আলী, শানখলা ফজলুর রহমান তরফদার, চুনারুঘাট সদর ইউনিয়নে কুতুব উদ্দিন শাহ, উবাহাটা ইউনিয়নে মোঃ রজব আলী, সাটিয়াজুড়ি ইউনিয়নে আবদালুর রহমান, রানীগাও ইউনিয়নে মোস্তাফিজুর রহমান, মিরাশী ইউনিয়নে মোঃ মানিক সরকার।


মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে মোঃ মিছবাহুল রব পলাশ, চৌমুহনী ইউনিয়নে মোঃ আপন মিয়া, বহরা ইউনিয়নে মোঃ আলাউদ্দিন, আন্দিউড়া ইউনিয়নে আলহাজ্ব আতিকুর রহমান, শাহজাহানপুর ইউনিয়নে বাবুল হোসেন খান, জগদীশপুর ইউনিয়নে সৈয়দ ইমরুল হোসাইন, বুল্লা ইউনিয়নে শামীম রহমান, নোয়াপাড়া ইউনিয়নে শেখ মুজাহিদ বিন ইসলাম, ছাতিয়াইন ইউনিয়নে ফাতেমাতুজ জুহরা রিনা, বাঘাসুরা ইউনিয়নে মোঃ এখলাছ মিয়া, আদাঐর ইউনিয়নে মোঃ ফারুক পাঠান।

সিলেটভিউ২৪ডটকম/পিটি-৫