সুনামগঞ্জের শান্তিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরিফী, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ-সভাপতি হাজী তহুর আলী সাধারণ সম্পাদক আতাউর রহমান, জয়কলস ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, এসআই আলাউদ্দিন, তথ্য কর্মকর্তা শাপলা আক্তার, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শচীন্দ্র চন্দ্র সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।



সিলেটভিউ২৪ডটকম / সামিউল / ডি.আর