সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার খেটে খাওয়া গরীব মেহনতী শ্রমিকদের পক্ষে সব সময় আছেন, শ্রমিকদের ক্ষতি হয় এমন কোনো উদ্যোগ গ্রহণে তিনি করবেন না।

মাসুক উদ্দিন আহমদ সোমবার (৬ ডিসেম্বর) সকালে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।


মতবিনিময় সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুঃখ, কষ্ট ও দুর্ভোগের কথা মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিনের কাছে তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন মালিক-শ্রমিক ও জনগণের সকল ক্ষেত্র বিবেচনা করে ব্যাটারি চালিত রিকশা বৈধভাবে নগরীতে চলাচলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

এ সময় মালিক শ্রমিক নেতৃবৃন্দ ৬ দফা দাবির স্মারকলিপি মাসুক উদ্দিনের কাছে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রমিকনেতা আনোয়ার হোসেন আনাই, মহানগর ব্যাটারি চালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রচার সম্পাদক আব্দুস সোবহান, রিকশা মালিক আব্দুল জলিল, ছাদেক মিয়া, আব্দুস আনিসুর রহমান খান, শফিক মিয়া, আজিবুর, সামছু মিয়া, প্রকাশ, শাহ আবুল কালাম, আব্দুল বশির, সংগ্রাম মিয়া, শ্রমিক নেতা ইদ্রিস আলী, সামছুল ইসলাম, লাল চাঁন মিয়া, জিল্লুল হক, আব্দুছ ছালাম, আবুল কালাম, আবু বকর, শহীদুল ইসলাম, আজাদ মিয়া, আব্দুল আহাদ, আব্দুল খালিক, আব্দুছ ছালাম, বসির উদ্দিন, আক্কাস মিয়া, শাহ আব্দুল কুদ্দুস, আব্দুল গনি, ইসলাম মিয়া, মো. দুলাল মিয়া প্রমুখ।

এর আগে ব্যাটারি চালিত রিকশা বৈধভাবে নগরীতে চলাচলের অনুমোদন দেয়ার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিন পুলিশ কমিশনার বরাবরে পৃথকভাবে স্মারকলিপি পেশ করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/ সংবাদবিজ্ঞপ্তি/ শিপু-০১