জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বৃহত্তর সিলেটের কৃতিসন্তান বিশিষ্ট সামাজিক সংগঠক ও ব্যাংকার চৌধুরী মোহাম্মদ তোফায়েল সামি সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে হোটল সোনারগাঁওয়ে একটি সামাজিক সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাদ জোহর ঢাকার ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং বনানী কবরস্থানে দাফন করা হবে।

চৌধুরী মোহাম্মদ তোফায়েল সামি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে রেখে গেছেন।

পেশায় একজন ব্যাংকার হলেও সামি একজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সবার কাছে জনপ্রিয় ছিলেন। তিনি জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সফল সভাপতি ছাড়াও বিশ্ব সিলেট সম্মেলনের সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে ২০১৭ সালে ঢাকা ও সিলেটে বিশ্ব সিলেট সম্মেলন অনুষ্ঠিত হয়।

তোফায়েল সামি সিলেট রত্ন ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিভা বিকাশ বাংলাদেশের সভাপতি ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম