বিতর্কিত মন্তব্য করে তুমুল সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন হবিগঞ্জের ছেলে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। একইসঙ্গে তিনি বলেছেন, ‘পাপ বাপকেও ছাড়ে না।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে বিস্ফোরক কথাবার্তা বলেন এই আইনজীবী। সুমন বলেন, ‘একটু আগে খবর পেলাম যে প্রধানমন্ত্রী উনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’


তিনি বলেন, ‘শুধু মন্ত্রী থেকে পদত্যাগ করলে হবে না। উনি যে এলাকার এমপি, জামালপুরের এমপি; এমপি হিসেবে বহু মানুষ, বহু মেয়ে তার কাছে যাবে সাহায্যের জন্য। উনার এই চরিত্র নিয়ে যদি এই মেয়েদের... যে ধরনের কথা আসতেছে, সেই চরিত্র নিয়ে কি এমপি থাকার ন্যূনতম যোগ্যতা তার আছে?’

ব্যারিস্টার সুমন বলেন, ‘এই ব্যক্তির নিজেকে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে দাবি করার কোনো যোগ্যতা আছে? ওনার যে তিন-চারটা ভিডিও ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আছে, আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জরুরিভিত্তিতে সেগুলো অপসারণের ব্যবস্থা করুন। কারণ ভিডিওগুলো অপসারণ না করলে বাচ্চারা এ ধরনের গালাগালি ও অশ্লীল কথাবার্তা শুনে মানসিকভাবে অসুস্থ হবে। তারা এমন একটি অসুস্থ পরিবেশে বড় হবে।’

‘আমি মনে করি, ওনার পদত্যাগও অতোটা জরুরি না, যতোটা জরুরি এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরানো। এই ভিডিওগুলো না সরালে রাজনীতিবিদদের প্রতি মানুষের যে বিতৃষ্ণা তা আরও বেড়ে যাবে।’

সুমন আরও বলেন, ‘আমি সবসময় বলতাম, মায়ের থেকে যখন মাসির দরদ বেশি হয়ে যায়...। এই ভদ্রলোককে যখন দেখছি কথায় কথায় এত বেশি দরদ দেখাচ্ছেন তখনই আমার সন্দেহ হয়েছিল। এটাকেই আমি সবচেয়ে অপছন্দ করি। আপনি নিজের কাজটুকু করে যান, আপনার এলাকায় মানুষের সেবা করে যান। আপনার দায়িত্ব স্বয়ং বিধাতা নিতেন। আপনি যদি ভালো কাজ করেন, আপনার নেত্রী এমনিই টানবেন।’

‘পাপ বাপরেও ছাড়ে না। পাপ যখন ম্যাচিউর হয় তখন নাকি কাউকেই ছাড়ে না। আমি জানি না উনি মন্ত্রিত্ব পেয়ে কেন দলকে এত বিতর্কিত করলেন। আমরা যারা সাপোর্ট করি, আমাদেরকে কেন বিতর্কিত করলেন। আমি মনে করি যে তাকে পদত্যাগ করতে বলাটা যথার্থ সিদ্ধান্ত হয়েছে।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে