সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি ‘ভর্তি মেলা’ (এডমিশন ফেয়ার) আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১১ ও ১২ ডিসেম্বর (শনি ও রোববার) এই ভর্তি মেলা অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এই মেলার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, দুই দিনব্যাপী এই ভর্তি মেলায় যেসব শিক্ষার্থী ভর্তি হবেন, তাদের জন্য এডমিশন ফিতে থাকছে পঞ্চাশ থেকে একশত ভাগ পর্যন্ত ছাড়। মেলা চলাকালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে তিনজনকে উপহার দেওয়া হবে স্মার্টফোন।


মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, অত্যাধুনিক সব সুযোগ-সুবিধার সমন্বয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি যে বিশ্বমানের শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, তা শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে ভর্তি মেলা ভূমিকা রাখবে। স্বাস্থ্যবিধি মেনে এই মেলার আয়োজন করা হচ্ছে।

ভর্তি মেলা সংক্রান্ত তথ্য জানতে ০১৩১৩০৫০০৪৪ এবং ০১৩১৩০৫০০৬৬ নাম্বারে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে