খেলাধুলার চর্চাকে অব্যাহত রাখার লক্ষ্যে নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে এলাকার যুব সমাজের মধ্যে খেলাধুলা সামগ্রী জার্সি এবং ফুটবল বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা স্কুল মাঠে এই খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।


বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট ক্লাব সমিতির সাধারণ সম্পাদক মিলাদ আহমদ বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সুস্থ্য সবল রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। নয়াসড়ক ক্রীড়া সংস্থা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তাদের এ কার্যক্রম দেখে অন্য অন্য সামাজিক সংস্থা এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী আলী হায়দার মজনু, ব্যবসায়ী শাহিন আহমদ, জুয়েল আহমেদ জুবেদ, চার্চের সদস্য সুমন দাস, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম সনি, নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মো. ইমাম উদ্দিন রুজেল, রাজু আহমদ, আরাদ আহমদ, ক্রীড়া সংস্থার সহ সভাপতি নাজিম উদ্দীন, সোহেল আহমদ, নাসির খান, শাহিন আহমদ, সমাজ কল্যাণ সংস্থার অন্যতম সদস্য জিহাদুর রহমান তাহা, মিনহাজুর রহমান রাহী, অভি আহমদ, আমির হুসেইন রাহাত, সাইদ খান, ফুরকান আহমদ, নাহাল, রায়হান আহমদ, আরমান গাজী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩