সিলেটের শীর্ষ নিউজ পোর্টাল ‘সিলেটভিউ২৪’-এ সংবাদ প্রকাশের পর অবশেষে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে ফের টানানো হলো সিলেট-৩ আসনের সাবেক এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর ছবি। রহস্যজনক কারণে গত রোববার (৪ ডিসেম্বর) কে বা কারা সেই ছবিটি সরিয়ে ফেলেছিলেন।

জানা যায়, সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন গত সোমবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। তবে এ নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া উৎসাহ-উদ্দীপনায় অনেকটা ভাটা পড়ে সিলেট-৩ আসনের সাবেক এমপি মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর একটি ছবি সরানোকে কেন্দ্র করে।


মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি থাকাকালীন ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে বণিক সমিতির কার্যালয় নির্মাণ করে দিয়েছিলেন। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে কার্যালয়ের ভিতরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি মাহমুদ উস সামাদ চৌধুরীর ছবিও কার্যালয়ের দেয়ালে টানিয়ে রাখেন স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

কিন্তু গত রোববার সকালে হঠাৎ দেখতে পাওয়া যায়- দেয়ালে মাহমুদ উস সামাদ চৌধুরীর ছবি নেই! কে বা কারা ছবিটি সরিয়ে ফেলেছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ফেঞ্চুগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে গত ৫ ডিসেম্বর ‘সিলেটভিউ২৪’-এ ‘চাপে সরানো হলো মাহমুদ উস সামাদ চৌধুরীর ছবি! ক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে টনক নড়ে স্থানীয় ব্যবস্থায়ী নেতৃবৃন্দ ও সচেতন মহলের। অবশেষে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সেই ছবিটি আবারও টানানো হয় সমিতি কার্যালয়ের দেয়ালে।

এ ক্ষেত্রে ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐকান্তিক সহযোগিতা করেন বলে জানা গেছে। দায়িত্ব গ্রহণের পর ফেঞ্চুগঞ্জবাসীর হৃদয়ে লালন করা মাহমুদ উস সামাদ চৌধুরী স্মরণে আরও উদ্যোগী হবেন বলে জানান তারা।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম