বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল  মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশা বলেছেন, ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলীদের মাধ্যমে। তাদের হাতে লাখো-কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে। আবার এ জনপদের পথহারা বনি আদমও সঠিক পথের দিশা পেয়েছে তাদের ত্যাগ, কুরবানী ও প্রচেষ্টার মাধ্যমে। এজন্য আউলিয়ায়ে কেরামের অবদান অনস্বীকার্য।

তিনি গত ৫ ডিসেম্বর বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর ১৮ নং ওয়ার্ড শাখার ২০২২-২৩ সেশনের কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।


সংগঠনের ঝরণারপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে সিলেট মহানগর আল ইসলাহ'র সহ সাংগঠনিক সম্পাদক ও ৬নং জোন সমন্বয়ক মাওলানা মোহাম্মদ ফয়জুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রিন্সিপাল আজির পাশা আরও বলেন, শাহজালাল (রহ.) সহ অসংখ্য ওলী-আউলিয়ার স্মৃতিধন্য বাংলার আধ্যাত্মিক রাজধানী এ সিলেটের পূণ্যভূমি। এ মাঠির শ্রেষ্ঠ সন্তান ও শাহজালাল (রহ.)'র সুযোগ্য উত্তরসূরী শামসুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) আজীবন এদেশ'সহ গোটা বিশ্বময় সহীহ আকীদা ও কুরআনের সহীহ্ শিক্ষার খিদমতের পাশাপাশি দ্বীনের নানাবিধ দায়িত্ব আনজাম দিয়েছেন। তাঁরই প্রতিষ্ঠিত বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সে সকল কর্মসূচি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে চায়।

কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে সূচিত কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড সভাপতি মাওলানা আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আল ইসলাহ'র প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউল ইসলাম মুহিত, পাঠাগার সম্পাদক হাফিজ মোহাম্মদ সাদ উদ্দিন ও ২২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক কবি আলিম উদ্দিন আলম।

ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুজ্জামান সাদি'র পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ আকলাছুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মোঃ লুৎফুর রহমান মামুন, জনাব শামীম আহমদ প্রমুখ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, সৈয়দ সাদিকুজ্জামান সাদিকে সাধারণ সম্পাদক ও মো. সজীব আলীকে সাংগঠনিক সম্পাদক, সহ সম্পাদক আবুল কালাম, সহ সাংগঠনিক মুহাম্মদ সালমান মিয়া,প্রচার সম্পাদক মুহাম্মদ আলি আকবর,সহ প্রচার সম্পাদক আমাল আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ তারেক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ওয়ালি উল্লাহ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আলাল উদ্দিন, পাঠাগার সম্পাদক হাফিজ জসিম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক কাজি সামসুল ইসলাম, অফিস সম্পাদক হাফিজ রুহেল আহমদ, সদস্য সৈয়দ ছালিম আহমেদ, মুহাম্মদ আবুল কাসেম, মুহাম্মদ কয়েস মিয়া,শাহ মুহাম্মদ ফারুককে নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০১