সিলেটের গোলাপগঞ্জে উৎসাবমুখর পরিবেশে ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থী ও তাদের সমর্থকদের পদচারনায় মুখরিত হয় পুরো পরিবার।

বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীকে নিয়ে সমর্থক ও শুভাকাঙ্খীরা সমবেত হোন উপজেলা প্রাঙ্গনে। উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে প্রার্থীরা মিছিল নিয়ে আসেন প্রতিক নিতে। প্রতীক পাওয়ার পর মিছিল ও স্লোগানে মুখরিত হয়েছে উঠে পুরো উপজেলা। মাইকিং শুরু হয় সড়ক অলি-গলিতে।


উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও গণ সংযোগ চালাতে পারবেন । যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘিত হয় তাহলে তার বিরুদ্ধে তারা যথাযথ ব্যবস্থা গ্রহন করবে বলে জানান হয়।


সিলেটভিউ২৪ডটকম / এনাম / ডি.আর