সিলেটের জৈন্তাপুর উপজলার লামনীগ্রাম এলাকায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় স্কুল উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের লামনীগ্রামে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় স্কুল উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।


এ সময় আরোও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর ইউপির নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, ইউপি সদস্য শওকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, আফসার উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্কুলটি প্রতিষ্ঠা হওয়ায় লামনীগ্রামের যে সকল জনসাধারণ এখন স্বাক্ষর দিতে পারে না, তারা এখন থেকে আর নিরক্ষর থাকবে না। আমরা আশা করি মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের স্কুলটি এখানকার বাসিন্ধাদের সঠিক শিক্ষার মাধ্যমে কর্মমুখী করে তুলেতে ভূমিকা পালন করবে।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৮