ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO)’র সাথে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


সভায় সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্ব ও সিলেট উইমেন চেম্বার এর সচিব, সোমা বেগম পরিচালনায় উপস্থিত ছিলেন- (ILO)এর ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর আলেক্সিস চিচাম, টেকনিকাল অফিসার নবীন কারনা।

আরো উপস্থিত ছিলেন- সিলেট উইমেন চেম্বারের সহ-সভাপতি লুবনা ইয়াসমিন, আইটি অফিসার শাহানারা বেগম,পরিচালক রাবেয়া আক্তার রিয়া, ওয়াহিদা আখলাক, তাসমিন আক্তার, সিলেট উইমেন চেম্বারের সদস্য সাল-সাবিলা মাহবুব কান্তা, নাছিমা বেগ, হাসিনা বেগম, শারমিন আক্তার প্রমুখ।

আলেক্সিস চিচাম এবং নবীন কারনা সিলেট উইমেন চেম্বারের কার্যক্রম সম্পর্কে অনেক প্রশংসা করেছেন এবং সিলেটের পর্যটন শিল্পের বিকাশে ব্যবসায়ীদের উদ্যোগ নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতেও সিলেট এর পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য যৌথ ভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১