দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে ব্যবহার হলে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে বেশি দিন লাগবে না। বর্তমান সরকার যেভাবে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ উন্নয়নের জন্য কাজ করছে তা স্ব স্ব অবস্থান থেকে যথাযথ ভাবে কাজে লাগালে নিজে স্বাবলম্বি হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি শক্তিশালী হবে।

তিনি হাঁস-মুরগী ও গবাদি পশু পালনকারীদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে খামার সমৃদ্ধ করার পরামর্শ দেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। কৃষিখাতে ভর্তূকী দেয়া দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পন্ন। সরকার ডেইরী ফার্মকে আর্থিক সহযোগিতা প্রদান করায় শিক্ষক যুবকরা গবাদি পশু পালনের মাধ্যমে বেকারত্ব দূর করেছে। এতে দেশে দুধের উৎপাদন বৃদ্ধি পাওয়া আমিষের চাহিদা পূরণ হচ্ছে।

তিনি গবাদি পশু পালন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণের আহবান জানান।

আবু জাহিদ বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে উদ্যোগে অফিস প্রাঙ্গণে খামারীদের মধ্যে হাঁস-মুরগী ও গবাদি পশু খাদ্য, ঔষধ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফিরোজা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রুস্তম আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক।

অনুষ্ঠানে উপজেলার ১৬ জন খামারীর মধ্যে গাভী লালন-পালনে প্রত্যেককে ২১০ কেজি উন্নতমানে খাদ্য, ভিটামিন, ক্রিমির ঔষধ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি মোহাম্মদ আবু জাহিদ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫