উত্তাল সাগর সাঁতরে ১৬.১ কিলোমিটার পাড়ি দেবেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার মো. রায়হান আলম তুহিন। আগামী ২০ ডিসেম্বর তিনি টেকনাফ থেকে সেন্টমার্টিন অবধি ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিতে চান।

ষড়জ এডভেঞ্চার ‘ফরচুন বেঙ্গল চ্যানেল সুইমিং ২০২১’ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই আয়োজনে বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছেন তুহিন।


সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মরহুম ডা. আব্দুল মালেক মোল্লা ও তুলারুন নেছার ছেলে তুহিন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সিলেট প্রধান শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে তিনি কর্মরত। সাঁতারু তুহিন একইসাথে ছাড়াও রানার এবং সাইক্লিস্টও।

তুহিনের কাছ থেকে জানা গেছে, বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিতে আগ্রহীদের নিয়ে গত ২৬ নভেম্বর ঢাকায়  বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখানে তিনি উত্তীর্ণ হন।

১৬.১ কিলোমিটারের ওই দূরত্ব যদি তুহিন পাড়ি দিতে পারেন, তবে তিনি হবেন সুনামগঞ্জের মধ্যে বাংলা চ্যানেল পাড়ি দেওয়া প্রথম ব্যক্তি।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে