৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে পূর্বঘোষণা অনুযায়ী দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দুর্নীতি বিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল-শোভাযাত্রা করে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর চৌহাট্টস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হন।


পরে দুর্নীতি বিরোধী এক বিরাট বর্ণাঢ্য র‌্যালি নগরীর রাজপথ প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এসে দুর্নীতি বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালি চলাকালে নেতাকর্মীরা দুর্নীতি বিরোধী শ্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।

দুর্নীতি বিরোধী একটি স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ বেতর ও টেলিভিশনের গীতিকার মরমী কবি আব্দুল আজিজ চৌধুরী।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দুনিয়া আখেরাত পার্টির চেয়ারম্যান ডা. মখলিছুর রহমান, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, জেলা জাসদ (ইনু) নেতা বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, রংপুর বিভাগীয় সমন্বয়কারী আব্দুল হাফিজ, গণদাবীর কেন্দ্রীয় নেতা ডাঃ হাবিবুর রহমান, ফোরামের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, কয়েছ আহমদ সাগর, আমিন তাহমীদ, সরোজ ভট্টাচার্য্য, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান, দাবা ফেডারেশন নেতা এস. আলম, আদনান খান হেলাল ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক ইমাম হোসেন, যুগ্ম আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, সদস্য সচিব মাহবুব ইকবাল মুন্না, সৈয়দ নুর আহমদ জুনেদ, নুরুল ইসলাম জিতু, অপু দাশ, সবুজ বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জাবেদুল ইসলাম দিদার, সন্তুষ দেব, আজহার আহমদ, যুবনেতা জাহিদুল হোসেন, আলীমান আখন্দ, ইয়াসিন বিন খায়ের, আদনান ছামী ফাহিম, সাহান ইসলাম রাফি, শ্রমিক নেতা পিয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শোয়েব চৌধুরী প্রমুখ।

পরে দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের কুশপুত্তলিকা দাহ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২