‌‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গডি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা গোল চত্বরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


উক্ত মানববন্ধনে সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলার ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

সংবর্ধনা প্রাপ্ত জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের দিলরুবা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জন করায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের পাখি বেগম, সফল জননী হিসেবে সফলতা অর্জন করায় নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের শাহ আছিয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুচে নতুন জীবন শুরু করায় পৌরসভার ৬নং ওয়ার্ডের লক্ষীরাণী দেবনাথ, এবং সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় জগদিশপুর ইউনিয়নের মালেকা আজিজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পৌরসভা মেয়র মো. হাবিবুর রহমান মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন আল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফ আলী, তথ্য সেবা অফিসার মেরিনা নাসরিন, পল্লী উন্নয়ন অফিসার ফয়সল চৌধুরী, সাংবাদিক আলাউদ্দিন আল রনি প্রমূখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-০৭