নিউজিল্যান্ড সফরে গিয়ে এবার দুরকম অভিজ্ঞতার মুখোমুখি হলো বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে হার ইনিংস ব্যবধানে। বিশাল পরাজয় নিয়ে সফর শেষ করলেও সফরকারী শিবিরে তৃপ্তির ঢেকুর। নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজে খেলা ৩২ ম্যাচ পর প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে মুমিনুল হকের দল। সেটিও টেস্টের বনেদি ফরম্যাট টেস্টে। এজন্য শেষ ম্যাচ হারলেও বিশাল প্রাপ্তি দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

দ্বিতীয় ম্যাচ ইনিংস আর ১১৭ রানে হারের পরেও মুমিনুল বলছিলেন, ‘অবশ্যই এটা (১-১ ব্যবধানে সিরিজ ড্র) আমাদের জন্য অনেক বড় অর্জন। গত দুই বছর আপনি জানেন আমরা দেশের বাইরে খুব বেশি ম্যাচ খেলিনি। এটা আমাদের জন্য অনেক বড় কিছু। কারণ আগে যেমনটা বলেছি, অন্তত একটা ম্যাচ আমরা এখানে জিততে চাই।’


বিদেশের মাটিতে জয়ের এই ধারা ধরে রাখতে চায় মুমিনুলের দল। টেস্ট ফরম্যাটের অধিনায়ক জানালেন, এখন তাদের চ্যালেঞ্জ আরো বেশি বেড়ে গেছে।

মুমিনুলের ব্যাখ্যা, ‘এখন আমাদের জন্য চ্যালেঞ্জ আরও বাড়লো। সবাই আমাদের নিয়ে দেশের বাইরে খানিক সতর্ক থাকবে পরবর্তী সিরিজগুলোতে। আমাদের এই চ্যালেঞ্জটা নিতে হবে এবং মোমেন্টাম ধরে রাখতে হবে।’

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫


সূত্র : ঢাকাপোস্ট