ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার জিবুন্নাহার বেগমের অফিসে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীদের পছন্দের প্রতীক দেওয়া হয়েছে। তবে একাধিক প্রার্থী এক প্রতীক চাইলে লটারির মাধ্যমে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

দলীয় প্রতিক নিয়ে এবার ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন, তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে আলকাছ আলী ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকে এন.এম. মহিউদ্দিন আল মামুন।

এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরহাদ হোসেন অটোরিকশা, মোঃ মজনু মিয়া ঘোড়া, মোঃ জিয়াদ আলী মোটরসাইকেল, এখলাছুর রহমান আনারস, মোঃ আব্দুল ওয়াদুদ চশমা, মোহাম্মদ আলী টেলিফোন ও মোঃ হানিফ মিয়া টেবিল ফ্যান প্রতীক পেয়েছেন।

এ ছাড়াও সংরক্ষিত ৩টি মহিলা ওয়ার্ড ও ৯ টি সাধারণ ওয়ার্ডের প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ১৪ তারিখ থেকে ২৯ তারিখ রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

৯টি ওয়ার্ডের ৪১ জন সদস্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করছে ১ জন আর মনোনয়ন বাতিল হয়েছে ১ জনের।

আগামী ৩১ জানুয়ারি এই ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-০৫