উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ঐতিয্যবাহী পীরের বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলছে বিকাল ৪ টা পর্যন্ত। সকালে ভোট কেন্দ্রে উপস্থিতির সংখ্যা কম থাকলেও বিকাল বেলা বাড়ছে ভোটার সংখ্যা। ২৫৮ ভোটের মধ্যে ২৫৬ ভোট প্রদান করা হয়।

নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, নবনির্বাচিত হাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াদুদ বক্স। পরিদর্শন কালে বক্তব্যে বলেন, উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে।


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পীরেরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২৫৮ জন ভোটারদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করেন নির্বাচন কমিশন। এ নির্বাচন ১৩টি কার্যকরী পরিষদের পদের অনুকুলে সভাপতি,সহ-সভাপতি,সম্পাদক, সহ-সম্পাদক, সমাজকল্যাণ, কোষাধক্ষ, দপ্তর, প্রচার ও সদস্য পদে ২৫৬ ভোটাধিকার প্রদান করেন।

এ নির্বাচনে নাহিদুল ইসলাম সুয়েব সভাপতি পদে (আনারস) প্রতীকে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. খালেদুজ্জামান পারবেজ ১০৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে মো. সাজিদ মিয়া(তালা) প্রতিক ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোজাইদ আলী(ঘড়ি) প্রতিক ১২০ ভোট পান। সম্পাদক পদে মো. তারেক আহমদ(মটরসাইকেল) প্রতিক ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রহমান খান(কলস) প্রতিক ৮১ ভোট পান। সহ-সম্পাদক পদে আব্দুল মনাফ(চাকা) প্রতিক ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুবায়ের আহমদ জুবেল(টেলিভিশন) প্রতিক ১১৭ ভোট পান। অর্থ সম্পাদক পদে হাফেজ আব্দুল আজিজ(গোলাপফুল) প্রতিক ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এস আই জাহাঙ্গির(হরিণ) প্রতিক ৭৭ ভোট পান।

এছাড়াও সদস্য পদে ইদ্রিস আলী, জসিম উদ্দিন, আব্দুল কদ্দুছ, ইউনুছ আলী সুবল, অজিদ মালাকার নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক পদে ময়না মিয়া ও দপ্তর সম্পাদক এমরান আলীকে নির্বাচন শেষে প্রিজাইটিং অফিসার চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনায় ছিলেন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, মহমুদুর রহমান মেন্দী, ইউপি সদস্য রাজা মিয়া, ইউপি সদস্য গোলজার আহমদ, সুলতান আহমদ পাখি, মাওলানা আলতাফুর রহমান, ছনাহর আলী প্রমুখ। প্রিজাইটিং অফিসারের দায়িত্বে ছিলেন, কুলাউড়া সমবায় অফিসার সুনামহন বিশ্বাসের নেতৃত্বে আইন সৃঙখলা বাহিনী এস আই কামরুল হাসান, এ এস আই তপন বাবুসহ পুলিশের সদস্যগন।

সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এন.এইচ.এস/০৭