সুনামগঞ্জের তাহিরপুরে দুই ডোজ করোনা টিকা নেয়ার পরও এই প্রথম সেকমো এক নারী চিকিৎসক (২৩) প্রাথমিক ভাবে ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।


মঙ্গলবার সন্ধায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. মির্জা রিয়াদ হাসান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেকমো এক নারী চিকিৎসক নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আক্রান্ত নারীর আরো কিছু নমুনা পরীক্ষা শেষে নিশ্চিত ভাবে বলা যাবে তিনি কোভিট না ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

তিনি উপজেলার সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য অনুরোধ করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-২২