হবিগঞ্জের মাধবপুরে বৈকুন্ঠপুর চা বাগানের ৪৫০টি শ্রমিক পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন আহমেদ বাগানের ৪৫০টি পরিবারে মাঝে চাল বিতরণ করেন।


উল্লেখ্য, বাগানের সংরক্ষিত জায়গায় এক শ্রমিকের ঘর তুলাকে কেন্দ্র করে বাগান মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ৩৯ দিন বন্ধ ছিল বৈকুন্ঠপুর চা বাগান। সমস্যা সমাধানে একাধিকবার বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা আলোচনা করলেও তার কোন সুরাহা মিলেনি। গত ১৭ জানুয়ারি হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের মধ্যস্ততায় বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকদের সাথে আলোচনা করে পুনরায় চালু করা হয় বৈকুণ্ঠপুর চা বাগান এবং সমস্যার সমাধান হয়।পাশাপাশি দীর্ঘদিন ধরে অভাব অনটনে থাকা বাগানের চা শ্রমিকদের অনুকূলে তিনি ৪.৫ টন চাল বরাদ্দ প্রদান করেন। উৎসবমুখর পরিবেশে চা বাগানের ৪৫০টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, বরাদ্দকৃত চাল বাগানের চা শ্রমিকদের মাঝে সমানভাবে বন্টন করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-২৪