আবহমান বাংলার ঐতিহ্য নিয়ে পিঠা উৎসবের আয়োজন করলো গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘা চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুল।

বৃহস্পতিবার সকাল ১১টায় মহা ধুমধামের সাথে ওই পিঠা উৎসব আয়োজন করে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা এরকম ভিন্ন ভিন্ন নামে শিক্ষার্থীদের দেওয়া স্টলগুলোতে গ্রাম বাংলার হরেক রকমের পিঠা প্রদর্শন হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ পিঠা উৎসবে অংশগ্রহণ করেন।


এসময় অনুষ্ঠানে আগত অতিথিরা বাহারী পিঠা দেখে অভিভূত হন। তারা আগেকার দিনের ঐতিহ্য ধরে রাখতে এধরনের পিঠা উৎসবের আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।

নয়নতাঁরা, ফুল পিঠা, রাজকীয় পিঠা, নকশি পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, সুজির বরফি, ডাল বরফি, সন্দেশ, ডালপুরি, গোলাপ পিঠা, খেজুর পিঠা, আলুর পরোটা, নুডলসের পাঁকুড়া, পাপড়, মনমোহন, ফুলজুরি ইত্যাদি বিলুপ্তপ্রায় কিছু পিঠা দর্শনার্থীদের আকৃষ্ট করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি অজামিল চন্দ্র নাথ, সহ সভাপতি আজমল হোসেন শোভন, কোষাধক্ষ্য বিদ্যুৎ জৌতি পুরকায়স্থ বাপ্পা, সৈয়দ ইফতেখার আলী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহৃদ রঞ্জন দাস, তরুণ রাজনীতিবীদ ও কলাম লেখক শান্ত দাস, কচিকন্ঠ শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, বাঘা ইউনিয়ন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক বদরুল হক প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-৩০