বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে লিখিত কোনো ‘আইকন’ ক্রিকেটার রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের নিলামের আগেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে একজন করে দেশের তারকা ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ দেয় আয়োজক কমিটি। মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালদের মতো তারকাকে রেখে সিলেট সানরাইজার্স দলে নেয় পেসার তাসকিন আহমেদকে।


বিপিএল শুরুর আগে ‘আইকন’ এর উত্তাপ বেশ ভালোভাবে টের পাচ্ছেন তাসকিন। ডানহাতি এই পেসার বলেন, দায়িত্ব তো বেশি। কিন্তু আমি চাপটা উপভোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

বুধবার সিলেটের জার্সি উন্মোচন অনুষ্ঠানে তাসকিন বলেন, এ বছর আমি সিলেটের হয়ে খেলার জন্য খুবই রোমাঞ্চিত। আমাদের ভারসাম্যপূর্ণ একাটা দল হয়েছে। যেন দলগতভাবে ভালো খেলে দলকে ফাইনালে নিতে পারি সবার কাছে সেই দোয়াই চাই। আমি খুবই আশাবাদী, আশা করছি দলের সম্মান রাখব।

জাতীয় দলের এই তারকা পেসার আরও বলেন, আমার লক্ষ্য থাকবে সেরাটা উজাড় করে দিয়ে শীর্ষ উইকেট শিকারিদের মধ্যে থাকা। কিন্তু যে প্রক্রিয়া সবসময় অনুসরণ করি তা ঠিক রাখতে চাই, বেসিক ঠিক রাখতে চাই, কোনো কম্প্রোমাইজ করতে চাই না।

সিলেটভিউ২৪ডটকম /ডেস্ক/জিএসি-২৬


সূত্র : যুগান্তর