বহুল আলোচিত সিনেমা শাকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়ান'। এর ট্রেলার প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে। আড়াই মিনিটের ট্রেলারটি মুক্তির পর থেকে ঝড় তুলেছে নেট দুনিয়ায়।

ইউটিউবে প্রকাশ হওয়ার পর থেকে প্রশংসায় ভাসছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে।


'গেহরাইয়ান’ সিনেমাটি সামনে ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে আমাজন প্রাইমে। সিনেমাটি ২৪০টি দেশের দর্শকের জন্য প্রিমিয়ার হবে।

ভারতীয় এক গণমাধ্যমে দীপিকা বলেছেন, ‘আলিশা চরিত্রে অভিনয় করেছি। এটি আমার পর্দায় অন্যসব চ্যালেঞ্জিং চরিত্রের মধ্যে একটি। একই সাথে আমি অনেক খুশি ও কৃতজ্ঞ জানাই এ ছবিতে আমাকে নেওয়ার জন্য।'

সিদ্ধান্ত চতুর্বেদী বলেছেন, 'আমি অ্যামাজন প্রাইম ভিডিও দিয়ে একজন অভিনেতা হিসেবে আমার যাত্রা শুরু করেছি। আমি গর্বিত যে অ্যামাজন প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী প্রিমিয়ার হবে এ সিনেমাটি।'

অনন্যা পান্ডে বলেছেন, ‘গেহরাইয়ানে’ অসাধারণ একটি সিনেমা। কলাকুশলীদের সাথে শুটিং করা আমার জন্য ভালো দিক ছিল এবং আমার মনে হতো শুটিং শেষ না হোক।

ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে পরিচালক শাকুন বাত্রা এর আগে বলেছিলেন, ‘আমার জন্য 'গেহরাইয়ান' কেবল একটি সিনেমা নয়। এটি মানব সম্পর্কের জটিলতার একটি দিক। এটি আধুনিক প্রাপ্তবয়স্ক সম্পর্কের একটি আয়না। কীভাবে আমরা অনুভূতির গোলকধাঁধা অতিক্রম করি তা দেখা যাবে এখানে।'

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০১


সূত্র : জাগোনিউজ