সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে চলছে শিক্ষর্থীদের আন্দোলন। আন্দোলনের একপর্যায়ে গত বুধবার বিকেল থেকে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ২৪ শিক্ষার্থী। এর মধ্যে বেশিরভাগই গত দুদিনে অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি করতে হয়েছে ১২ জনকে।

শাবিপ্রবির চলমান পরিস্থিতি সমাধানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনায় বসতে ঢাকায় যাওয়ার কথা ছিলো আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। কিন্তু শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তারা জানান, তারা ঢাকায় যাচ্ছেন না।


আন্দোলনরতদের পক্ষ থেকে তথ্যটি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন শাহরিয়ার আবেদিন। এ রিপোর্ট লেখা (সন্ধ্যা সাড়ে ৬টা) পর্যন্ত তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। আলোচনা শেষে তারা প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম