এক গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীরা গুগলে কোনও পণ্য বা সেবার বিষয় সার্চ করলে সঙ্গে ‘রেডিট’, ‘ইউটিউব’ বা অন্যান্য ফোরামের নাম যুক্ত করে দিচ্ছেন। কেননা এসব যুক্ত না করলে অপ্রয়োজনীয় এবং অবান্তর ওয়েবসাইটগুলো ফলাফলের উপরে চলে আসে। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, অতিরিক্ত বিজ্ঞাপন, টাকার বিনিময় করা রিভিউ।

আর তাই ব্যবহারকারীরা গুগলে সার্চ রেজাল্টের ওপর ভরসা না করে ফোরাম পোস্ট বা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিডিওর দিকেই ঝুঁকছেন।


এভাবে চলতে থাকলে ধীরে ধীরে গুগল সার্চের গুরুত্ব কমে যাবে, গুগল হারাবে তার বাজার। গবেষণাটি করেছেন হ্যাকার নিউজের প্রতিষ্ঠাতা পল গ্রাহাম। তাঁর মতে, গুগল যদি সার্চের মধ্যে বিজ্ঞাপন আর আগ্রাসী সার্চ ওয়ার্ডের প্রকোপ না কমায়, তাহলে ধীরে ধীরে পণ্য ও সেবা সন্ধানীরা আর গুগল ব্যবহার করবে না।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২৫


সূত্র : হ্যাকার নিউজ