(প্রতীকী ছবি)
সিলেটের ফেঞ্চুগঞ্জ সেতুর পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ সেতুর পাশের ঝোঁপে মৃতদেহ দেখে লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আশরাফুল আলম জানান, মৃত ব্যক্তির নাম সজিব আলী (৬৫)। তিনি গোলাপগঞ্জ থানার ৭ নং লক্ষণাবন্দ ইউপির ফুলসাইন্দ গ্রামের বাসিন্দা।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন ও আলামত সংগ্রহের সময় মৃতদেহের পাশে কয়েকটি বিষের বোতল পাওয়া গেছে।
সজিব আলীর দুই ছেলে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানায় এসেছেন এবং অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলছে।
সিলেটভিউ২৪ডটকম / ফরিদ / ডি.আর