সিলেট নগরীর মালিনীচড়া চা বাগানের ভেতরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিমানবন্দর থানা এলাকার মালনীচড়া চা বাগানের ১৩ নম্বর সেক্টরের আমকোন কাঠালবাড়ি নামক স্থান থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক মো. রইছুজ্জামান (২৫)। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের লাউতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।নিহত রইছুজ্জামান বর্তমানে নগরীর পশ্চিম পীর মহল্লা শাহপরান জামিয়া মাদ্রাসার পিছনে বসবাস করতো ।
জানা যায়, মালনীচড়া চা বাগানের ১৩ নম্বর সেক্টরের আম কোনা কাটালবাড়ী এলাকা দিয়ে ১২নং সেক্টরের সিকিউরিটি হিমেল ডিউটি শেষে যাচ্ছিল তখন তিনি একটি কাঁঠাল গাছে সাথে গলায় দড়ি দিয়ে একটি ঝুলন্ত লাশ দেখতে পায় এবং বাগানের কর্তৃপক্ষ ও থানায় অবগত করেন। নিহত রইছুজ্জামান অবিবাহিত এয়ারপোর্ট থানাধীন সুবিদ বাজার নুরানী ১৩/১৩এ এর বাসার কেয়ারটেকার ছিলেন। তার ভাই বদরুল ঘটনাস্থলে এসে জানায় যে তার ভাইকে কেউ হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।
ঘটনার সতত্য নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ। ঘটনাস্থলে উত্তরের ডিসি আজবাহার আলী এবং বিমানবন্দর থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল/ ইআ-০৫