অস্ট্রেলিয়ান ক্রিকেটার শন অ্যাবট মূলত একজন পেস বোলার। তবে ব্যাটিংটাও পারেন মোটামুটি। টি-টোয়েন্টিতে যার সর্বোচ্চ ইনিংস ছিল ৪১ রানের। কিন্তু ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে আজ ব্যাট হাতে ইতিহাস গড়ে ফেললেন অ্যাবট। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির কীর্তিতে ভাগ বসিয়েছেন এই অজি পেসার।
 

২০০৪ সালে কেন্টের জার্সিতে ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন প্রয়াত অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। এবার সেই কীর্তিতে ভাগ বসালেন আরেক অজি তারকা। সারে যখন ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন ক্রিজে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অ্যাবট।
 


২২ বলে হাঁকান ক্যারিয়ারের প্রথম ফিফটি। এরপর ৩৪ বলে পূরণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত থাকেন অ্যাবট। ৪১ বলের এই ইনিংসটিতে রয়েছে ১১ ছক্কা।
 

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখনো ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলের দখলে। ক্যারিবীয় ব্যাটিং দানব আইপিএলে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনো এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। অ্যাবটের ঝড়ে ৫ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে স্বাগতিক সারে। কেন্টের বিপক্ষে তারা ম্যাচটি জেতে ৪১ রানে।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৫৯৩


সূত্র : ঢাকাপোষ্ট