যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান বলেছেন, স্মার্ট বাংলাদেশ গঠনে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করছে। এগুলো হচ্ছে- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির মাধ্যমে সবকিছু হবে।
 

সেখানে নাগরিকরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে এবং এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার এবং সমাজকে স্মার্ট করে গড়ে তুলতে ইতোমধ্যেই বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হয়েছে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরে তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে তৈরী করতে হবে।
 


তিনি ২৯ মে সোমবার দুপুরে নগরীর টিলাগড়স্থ যুব ভবনের হলরুমে অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট কর্তৃক নিবন্ধিত সামাজিক সংগঠন ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উদ্যোগে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও ইনসাফ সোসাইটির সভাপতি জাতীয় পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক।
 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বন্ধন নার্সিং কেয়ার ইভার ইন্সটিটিউট এর চেয়ারম্যান সৈয়দ মামুন আহমেদ, হলি আর্ট যুব সংস্থার সভাপতি আশফাক আহমদ, আলোক বর্তিকা মানবকল্যাণ যুব মহিলা সংস্থার সভাপতি সালেহা বেগম, গ্রাফিক্স জোন অফসেট প্রেস এর পরিচালক নেছার আহমদ জামাল।
 

উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর সহকারী পরিচালক আমান উল্লাহ দর্জি, সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, কোম্পানিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, যুব সংগঠক শাহানা বেগম, মোক্তার হোসেন, কয়ছর আহমদ কাওছার, জাতীয় পুরস্কার প্রাপ্ত মোঃ ফয়সল আলম, সুপ্তা হিজরা, কামাল মিয়া, সুমি বেগম, আনোয়ারা বেগম, ফাতেমা জান্নাত, লিপা বেগম, ইসা তালুকদার, নিজাম উদ্দিন, জাকির হোসাইন, রুশনা বেগম প্রমুখ সহ সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরাম, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ প্রযুস, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি (ইনসাফ), হিজরা যুব কল্যাণ সংস্থা, আলোক বর্তিকা মানবকল্যাণ যুব মহিলা সংস্থা, পুষ্প যুব কল্যাণ সংস্থা, বাতিক ফাউন্ডেশন সিলেট, সিলেট যুব উন্নয়ন পরিষদ, সুরমা যুব কল্যাণ নারী উন্নয়ন সংস্থা, নারী উন্নয়ন যুব সংস্থা’র নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৫০