সিলেটের বাজারে ভরা মৌসুমি ফল লিচু। দেশের বিখ্যাত দিনাজপুর ও রাজশাহীর লিচুর পাশাপাশি স্থানীয় লিচুও কম নয় বর্তমানে সিলেটের বাজারে। কিন্তু মানুষের এ প্রিয় ফল  কিনে নগরীর অনেক ক্রেতা প্রতিদিন  হচ্ছেন প্রতারিত। খুচরো বিক্রেতারা লিচুর আঁটিতে ৫০টি কিংবা ১০০টি বলে দিলেও বাসায় এনে অনেক কম পাওয়া যায় প্রতি আঁটিতে।

 


সিলেট নগরীর বন্দরবাজারের হাসান মার্কেটের সামনের (কোর্ট পয়েন্টের পাশ) ফুটপাত থেকে মিরাবাজারের বাসিন্দা রায়হান ৩০০টাকা দিয়ে দুই আঁটি লিচু কিনে বাসায় নিয়ে যান। কিনার সময় বিক্রেতা এতে ১০০টি লিচু রয়েছে বলে নিশ্চিত করেন।দাম হিসেবে প্রতিটি লিচুর দাম পড়ে ৩টাকা করে। কিন্তু লিচু বাসায়  নেয়ার পর গুণে তিনি দেখতে পান দুই আঁটিতে রয়েছে মাত্র ৮৮টি। অর্থাৎ ১২টি লিচু কম। যার দাম হিসেবে  ৩৬ টাকা ক্ষতির সম্মুখীন হলেন তিনি।

 

এরকম প্রতিদিন নগরীতে অনেক ক্রেতা লিচু কিনে এভাবে প্রতারিত হওয়ার খবর পাওয়া যায়। এদিকে অনেক সময় বিক্রেতাদের কাছে প্রতি আঁটিতে কয়টি লিচু রয়েছে জিজ্ঞেস করলে আঁটিতে ৫০ কিংবা ১০০টি রয়েছে বলে নিশ্চিত করলেও অনেক সময় কৌশলে তারা বলেন, ভুলবশত ২/১টি কম হতে পারে।

 

তাই সচেতন ক্রেতাদের মন্তব্য, লিচু কিনে নেয়ার সময় গণনা করে নেয়াই ভালো। তখন বিক্রেতারা আর ঠকাতে পারবে না।

সিলেটভিউ২৪ডটকম/ইআ-০১