দশম শ্রেণীর ছাত্রী তুলি ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী অন্না আগুনে পুড়ে যাওয়া বই হাতে নিয়ে বার বার দেখছে। তাদের পরিবারের সদস্যরা আগুনে পুড়ে যাওয়া ছাই পরিষ্কার করছেন। চুখে মুখে যেন কষ্টের ছাপ আগুনে ঘর পুড়ে যাওয়া হিরা দেবনাথের। এক সময় আগলে রাখা গুরুত্বপূর্ন জিনিসপত্র এখন মূল্যহীন ছাই, তাই ফেলে দিচ্ছেন তারা। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হলিমপুর গ্রামে অগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হওয়া ১২টি পরিবারের মধ্যে এখন চিন্তার ছাপ। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্থ বাড়িতে গিয়ে এমনই চিত্র দেখা গেছে। আগুনে পুড়ে গেছে ১১টি গরু ও প্রায় ২শত মন ধান, নগদ টাকাসহ ঘরে থাকা মূল্যবান জিনিপত্র। কিছুই বের করতে পারেনি তারা। শুধু বাড়ির শিশুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। ১২টি পরিবারের সদস্যরা অসহায় হয়ে এখন ঠাই নিচ্ছেন অন্যদের বাড়িতে। 

ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউকে’। 


ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলেকের প্রচেষ্টায় মঙ্গলবার দুপুরে ‘বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউকে‘র’ পক্ষ থেকে ঘর নির্মানের জন্য ৩৫ বান ঢেউটিন এবং নগদ ৬০ হাজার টাকা নবীগঞ্জ উপজেলার হলিমপুর গ্রামে আগুনে পুড়ে অসহায় জীবন যাপনর করা ১২ টি পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে। 

তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, যুবলীগ নেতা ফয়ছল হোসেন অর্থ ঢেউটিন ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেন।  

এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শমর দাশ, ইউপি সদস্য রিপন দাশ সমাজসেবী পিন্টু চন্দ্র দাশ, সাথি দেবনাথসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অর্থ ও ঢেউটিন পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, আমরা এখন অনেক অসহায়। গত কিছুদিন আগেও আমরা ভাবিনি যে আজকে আমাদের এরখম পরিস্থিতি হবে। তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলকের মাধ্যমে আজকে আমাদের দুর্দিনে ‘বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ‘কে’ মানবতার কল্যাণে সহায়তার হাত প্রসারিত করেছেন আমরা এই সংগঠনের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত: বুধবার দিবাগত রাত (২৫ মে) আড়াইটার দিকে নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের নোহাহাটিতে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ১২ শিক্ষার্থীর বই খাতা সব পুড়ে গেছে। অন্তত ১ কোটি ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার।


সিলেটভিউ২৪ডটকম / ডি.আর